পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

জুলাই ১০, ২০১৬

peace-tvঢাকা জার্নাল: বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জঙ্গি তৎপরতা রোধে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বৈঠকে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটা মিটিং ডেকেছেন তাতে এ বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশি গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমু বলেন, ‘কোন সংবাদ প্রচার করলে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুন্ন হয়, তা আমাদের মিডিয়াকে বুঝতে হবে। তাদের সঠিক খবরটি প্রচার করতে হবে।’

তিনি দুঃখ করে বলেন, ‘গুলশানের সন্ত্রাসী হামলায় আমরা কী দেখলাম আমাদের মিডিয়ার বরাত দিয়ে সিএনএন সারাদিন ঘটনা দেখিয়েছে অথচ তাদের দেশে বড় বড় ঘটনায় মাত্র ১০মিনিট দেখায়। এভাবে প্রচারের মাধ্যমে আমরা দেশের স্বার্থ রক্ষা করছি না কি ক্ষতি করছি তা উপলব্ধি করতে হবে।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে ছিলেন।

ঢাকা জার্নাল,জুলাই ১০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.