শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন

এপ্রিল ৫, ২০১৩

jibon-1220130405010746ঢাকা জার্নাল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে আগুন লেগেছে। আর আগুন নেভাতে ফায়ারসার্ভিসের ৮টি ইউনিটও কাজ করছে। রানওয়েতে অপেক্ষমান এয়ারক্রাফটগুলো নিরাপদস্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার ঘটনায় বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

আগুন বড় তিনটি গোডাউনে ছড়িয়ে পড়েলেও বেলা ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শুক্রবার বেলা ১১টার পরে বিমানবন্দরের ৮নং গেট সংলগ্ন আমদানি কার্গোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বিমানবন্দর আর্মড পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। র‌্যাব পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা এখনও ভেতরে ঢুকতে পারেনি। বিকল্পভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

হেলম্যান ওয়াল্ড ওয়াইড লজিস্টিকসের এক কর্মকর্তা জানান, আমি গোডাউনের ভেতরেই ছিলাম। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিমানবন্দরে। অনেকেই কর্মস্থলের বাইরে চলে এসেছেন। আগুন লাগার কারণ সম্পর্কে দায়িত্বশীল কেউ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.