চার ফুটবলারকে হত্যা করল আইএস

জুলাই ৯, ২০১৬

ISIS1ঢাকা জার্নাল: সিরিয়ার রাকা অঞ্চল দুই বছর আগে দখলে নেয় তথাকথিত আইএস। এরপর থেকে সেখানে তারা ফুটবল খেলাকে নিষিদ্ধ করে।

এক সপ্তাহ আগে এশিয়ান কাপে ইরাক ও জর্ডানের মধ্যকার ম্যাচ দেখেছিল রাকার ১৩ কিশোর। ফুটবল ম্যাচ দেখার অপরাধে তাদের হত্যা করে আইএস জঙ্গিরা।

শুক্রবার তারা হত্যা করে সিরিয়ার খ্যাতিমান চার ফুটবলারকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তারা কুর্দিশ বিদ্রোহীদের গুপ্তচর হিসেবে কাজ করেছে। আইএসের মতে ফুটবল খেলাকে সমর্থন করা ইসলাম বিরোধী কাজ।

যে চার ফুটবলারকে হত্যা করা হয়েছে তারা এক সময় জনপ্রিয় দল আল শাবাবের হয়ে খেলেছিলেন। তাদেরকে জনসম্মুখে, এমন কী শিশুদের সামনে কতল করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় তাদের হত্যা করার পর স্থানীয় শিশুরা ফুটবলারদের নিথর দেহ দেখছে।

তাদের চেনার চেষ্টা করছে। চোখ-মুখ বেধে হত্যা করা চার ফুটবলার হলেন ওসামা আবু কুয়েত, ইনসান আল সুয়াখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াক।

ঢাকা জার্নাল, ০৯ জুলাই, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.