বাহুবলে বজ্রপাতে ৪ চা শ্রমিক নিহত

জুলাই ৯, ২০১৬

borjopatঢাকা জার্নাল: হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগান এলাকায় বজ্রপাতে ৩ ভাইসহ ৪ চা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টায় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ৩জন ও শনিবার (৯ জুলাই) ভোরে ১জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার আমতলী চা বাগান এলাকার সবিনা উড়ার ছেলে সঞ্জয় উড়া (২৬), দীপক উড়া (১৬), বিপ্লব উড়া (১৪) ও তাদের পাশের বাড়ির দূর্গা উড়ার মেয়ে রজনী উড়া (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়। এসময় বাহুবল উপজেলার আমতলী চা বাগান এলাকায় সবিনা উড়ার ছেলে সঞ্জয় উড়া, দীপক উড়া ও তাদের পাশের বাড়ির দূর্গা উড়ার মেয়ে রজনী উড়া ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন সবিনা উড়ার অপর ছেলে বিপ্লব উড়া।

স্থানীয়রা রাতেই আহত বিপ্লব উড়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টায় ত‍ার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা জার্নাল, জুলাই ০৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.