গুলশানে হামলার নিন্দা ভারতের

জুলাই ৮, ২০১৬

indiaঢাকা জার্নাল: গুলশানের হলি আর্টিজান বেকারিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শুক্রবার (০৮ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

চিঠিতে ভারত সরকারের পক্ষ থেকে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান সুষমা স্বরাজ। একই সঙ্গে ওই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের নির্বোধ সহিংসতা সত্যিই দুর্ভাগ্যজনক। এর মধ্য দিয়ে তারা ধর্ম ও বিশ্বাস নয়, সন্ত্রাসবাদই প্রদর্শন করলো। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এজন্য বাংলাদেশ দৃঢ় পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী।

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সুষমা স্বরাজ।

ঢাকা জার্নাল, জুলাই ০৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.