থমথমে শোলাকিয়া, আটক ৭

জুলাই ৮, ২০১৬

solakia 4ঢাকা জার্নাল : কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সঙ্গে  দুর্বৃত্তদের সংঘর্ষের ঘটনায় সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর শোলাকিয়া এলাকার রাস্তাঘাটে খুব একটা লোক চলাচল নেই। রাতে কয়েক পশলা বৃষ্টির পরও এখনো রাস্তার ওপর নিহত পুলিশ সদস্যের রক্তের দাগ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।

এ ঘটনার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ সাতজনকে আটক করেছে। তাদের কিশোরগঞ্জ মডেল থানায় রাখা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে কিনা সে বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্য আনসারুলকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাটিপাড়া গ্রামে এবং জহিরুল হককে নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে দাফন করা হয়েছে।

এদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আজ কিশোরগঞ্জ আসছেন বলে জানা গেছে।

ঢাকা জার্নাল, জুলাই ৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.