‘গুলশান ও শোলাকিয়ায় হামলার ধরন একই’

জুলাই ৭, ২০১৬

kishorgong 2ঢাকা জার্নাল : কিশোরগঞ্জ সদরে আজিমুদ্দিন হাইস্কুল সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তাদের মিশনে সাধারণ কোনো হাতবোমা ব্যবহার করেননি।

গুলশানে রেস্টুরেন্টের হামলায় ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছিল। ঈদের দিন বৃহস্পতিবার (০৭ জুলাই) শোলাকিয়াতেও ঠিক তেমনই বোমা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। তার মতে, গুলশান ও শোলাকিয়ায় হামলার ধরন প্রায় একই।

বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন জামে মসজিদে পুলিশ কনস্টেবল আনসারুল হকের নামাজে জানাজা শেষে আলাপে এমন তথ্য জানান তিনি।

মঈনুল হক বাংলানিউজকে আরও জানান, ধারণা করা হচ্ছে গুলশান ও শোলাকিয়ায় হামলার ধরণ প্রায় এক রকম। স্থানীয় জঙ্গি সংগঠনই এ কাজ করেছে।

এদিকে, জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাতজনের হতাহতের ধরন দেখে স্পষ্ট বোঝা যায় মারাত্মক বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। এটি মোটেও সাধারণ হাতবোমা নয়। হত্যার টার্গেট নিয়েই হামলাকারীরা এটি ব্যবহার করেছে।

ঢাকা জার্নাল, জুলাই ০৭, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.