নিখোঁজ ১০, ‘ফিরে এসো তোমরা’

জুলাই ৭, ২০১৬

gulshan_arrestঢাকা জার্নাল : গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের কয়েক মাস ধরে নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর নিখোঁজ ১০ যুবকের সন্ধান চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সন্ধান চাওয়া পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবারগুলো যেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা যোগাযোগ করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজরা হলেন- রাজধানী ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।

সূত্র জানায়, নিখোঁজ যুবকদের পরিবারগুলোও তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদের কেউ দুইবছর, কেউ একবছর থেকে ৬ মাস ধরে নিখোঁজ রয়েছে। অনেকের পরিবার সংশ্লিষ্ট থানায় জিডিও করেছেন।

এর আগে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা জানাতে অনুরোধ করেন।

ঢাকা জার্নাল, জুলাই ৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.