ক্ষমা চাইলেন রোহান ও মোবাশ্বিরের বাবা

জুলাই ৬, ২০১৬

Gulshionঢাকা জার্নাল: লশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হামলার পর যৌথবাহিনীর অভিযানে নিহত জঙ্গি রোহান ও মোবাশ্বিরের বাবা তাদের ছেলের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘আমি একজন ব্যর্থ বাবা। আমার ছেলের কর্মকাণ্ডের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি তার লাশ আনতেও যাইনি।’

নিহত আরেক জঙ্গি মোবাশ্বিরের বাবা মীর হায়াত কবীর একটি বিদেশি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘ও আমার ছেলে হতে পারে না। আমি যদি জানতাম, ও সেখানে যাচ্ছে, তাহলে জীবন দিয়ে হলেও তাকে থামাতাম। এ ঘটনায় নিহতদের পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা ছেলে যেন ইসলামের ব্যাপারে বিকৃত ধারণা না পায়, সে ব্যাপারে তাকে সচেতন করতে পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণও দিয়েছিলাম।’

মীর হায়াত কবীর জানান, গত ২৯ ফেব্রুয়ারি মোবাশ্বির নিখোঁজ হওয়ার পর তিনি গুলশান থানায় জিডি করেছিলেন।

শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে হামলা চালায় একদল জঙ্গি। সেখানে তারা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে তারা। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ছয় হামলাকারীও নিহত হয়।

ঢাকা জার্নাল, জুলাই ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.