বন্দুকধারীদের পরিচয় জানালো পুলিশ

জুলাই ৩, ২০১৬

jongiঢাকা জার্নাল : রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় বন্দুকধারী জঙ্গীদের নাম এবং ছবি প্রকাশ করেছে পুলিশ।

শনিবার রাতে পুলিশ সদর দফতরে প্রধান তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান পূর্বপশ্চিমকে নিশ্চিত করেন। নিহত পাচস্ট হামলাকারী হলো- আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন।

নামের পাশাপাশি তিনি গণমাধ্যমকে নিহত বন্দুকধারীদের হত্যা পরবর্তী ছবিও সরবরাহ করেন।

এরআগে বিকালে রাজধানীর রাজাবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাযা শেষে সাংবাদিকদের বলেছিলেন, নিহত পাচঁজনই পুলিশের তালিকাভূক্ত জঙ্গী সদস্য, তাদেরকে পুলিশ খুঁজছিলো।

উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে ​দেশিও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘন্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা চালিয়ে আইএস মানুষকে জিম্মি করলেও বাংলাদেশে এটাই প্রথম।

ঢাকা জার্নাল, জুলাই ০৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.