নিহতদের ৯ জনই ইতালির

জুলাই ২, ২০১৬

Gulshanঢাকা জার্নাল : ঢাকার গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের নয়জনই ইতালির নাগরিক বলে দেশটির সরকার জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতের ওই হামলার পর এখনও তাদের এক নাগরিক নিখোঁজ রয়েছেন বলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি জানিয়েছেন।

“নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরও একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন…আমরা তার খোঁজ করছি,” বলেছেন তিনি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ০২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.