জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় উপাচার্যের গাড়ি ভাঙচুর

জুলাই ১, ২০১৬

du+prospectusঢাকা জার্নাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক গাড়ির ভেতরেই ছিলেন।

শুক্রবার (০১ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের ‍বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি চড়ে বাসভবনে ঢোকার সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বেশ কয়েকজন তরুণ উপাচার্যের গাড়িতে ভাঙচুর চালাতে থাকে। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা গেছে।

খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। ছুটে যান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও। তবে তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, হামলার পর উপাচার্য স্যারকে নিরাপদেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এর আগে ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তার কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়।

এর কিছুক্ষণ পর হামলা চালানো হয়েছে উপাচার্যের গাড়িতে।

ঢাকা জার্নাল, জুলাই ০১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.