নেইমারের চুক্তি নিয়ে বার্সার নিশ্চয়তা

জুলাই ১, ২০১৬

neimarঢাকা জার্নাল: গ্রীষ্মের এই দলবদলেই নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে কিংবা প্যারিস সেইন্ট জার্মেইয়ে যাওয়ার গুঞ্জন চলছিল। দারুণ ফর্মে থাকায় ব্রাজিলিয়ান অধিনায়কের ওপর নজর ছিল ইউরোপের বেশ কিছু নামিদামি ক্লাবের। তবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা নিশ্চিত করেছে, ন্যু ক্যাম্পেই চুক্তি নবায়ন হচ্ছে নেইমারের।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। ব্রাজিলের এই সেনসেশনের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ বলেন, ‘নেইমার এখানে (বার্সেলোনা) থাকতে চায়। পরবর্তী কয়েকদিনে আমরা তার সঙ্গে চুক্তির মেয়াদ চূড়ান্ত করব।’

বার্সা সভাপতি আরো বলেন, ‘নেইমার ক্লাব ছাড়াছে না। সে বার্সা ছেড়ে অন্য কোথাও যাবে না। আমি আগামী দিন বা এর পরের দিনের কথা বলতে পারব না। তবে এটা বলতে পারি নেইমার এই ক্লাবের হয়ে পাঁচটি মৌসুম অতিবাহিত করবে। এটা স্বাভাবিক যে, অন্য ক্লাবগুলো তার প্রতি আগ্রহী।’

নতুন কোনো ক্লাবে যেতে চাইলে নেইমারের বাই আউট ক্লজ ২৩০ মিলিয়ন ইউরোতে বৃদ্ধি পেতে পেত। তাই ২৪ বছর বয়সি তারকাকে পেতে হলে বিশ্বের ধনী ক্লাবগুলোর যে কোনো একটি এগিয়ে আসতে হতো। বার্সেলেনার হয়ে ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে দেশের মাটিতে রিও অলিম্পিকে অংশগ্রহণ করবেন নেইমার।

ঢাকা জার্নাল, জুন ৩০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.