ফরিদপুরে অস্ত্রসহ ১১ ডাকাত-ছিনতাইকারী আটক

জুন ৩০, ২০১৬

 

faridpurঢাকা জার্নাল : ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ ডাকাত ও ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌ র‌্যাব -৮)।

বুধবার (২৯ জুন) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল পর্যন্ত  এ অভিযান চালানো হয়।

সকাল ১১টার দিকে র‌্যাব -৮ এর বরিশালের রূপাতলী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব -৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আটক ১১ জন আন্তঃজেলা ডাকাত, প্রতারক ও ছিনতাইকারী চক্রেরসদস্য।

এ ১১ জন হলেন- ইমাম হোসেন পলাশ, কৃষ্ণকান্ত মজুমদার, সুমন হোসেন, ইস্রাফিল মাতুব্বর, আসাদুর রহমান, রবি চন্দ্র দাস, সোহেল তালুকদার, নূরহোসেন, জুয়েল মাতুব্বর, সোহেল মাতুব্বর ও রাদেশ সাম মণ্ডল।

আদনান কবির জানান, বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি ও ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদেরমধ্যে সুমন হোসেন ছাড়া বাকি সবাই ভাঙ্গা থানার বাসিন্দা। আর সুমন ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা।

তিনি আরও জানান, আটক ১১ জনের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ডগুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, তিন বোতল ফেনসিডিল, ২৩টি মোবাইল, ৬০টি সিম, একটি গাছ কাটার করাত ও ৩২০ পিস ইয়াবা, একটিল্যাপটপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।

ঢাকা জার্নাল, জুন ৩০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.