রংপুরে ২ হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

জুন ৩০, ২০১৬

Coartঢাকা জার্নাল : রংপুরে ট্রাক চালক ও পথচারী হত্যা মামলায় ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামান এ আদেশ দেন।

তারাগঞ্জ থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ জানান, রায়ের সময় আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন। আর বাকি সাতজনএখনো পলাতক রয়েছেন।

২০০৬ সালের ২৮ মার্চ রাত ৮টার দিকে তারাগঞ্জের তেরমাইল এলাকায় বরাতি সেতুতে একটি চালভর্তি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মনোরঞ্জননামে এক পথচারী ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা তাকে হত্যা করে। পরে ডাকাতরা ট্রাকচালক পরেশ চন্দ্র, হেলপার সন্তোষ কুমার ওচালের মালিক হারান চন্দ্রকে হাত পা বেঁধে খালি ট্রাকে তুলে নেয়। রংপুরের বদরগজ্ঞ সড়কের হাসনানগর এলাকায় গিয়ে তাদের চলন্ত ট্রাক থেকে ফেলেদেয়। এতে ট্রাকের চালক মারা যান।

এ ঘটনায় তারাগজ্ঞ থানায় ট্রাকের হেলপার সন্তোষ কুমার ও চালের মালিক হারান চন্দ্র দুটি পৃথক মামলা দায়ের করেন। দুই মামলায় মোট ৪৬ জনসাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

একটি মামলায় ১০ জনের আমৃত্যু কারাদণ্ড ও অপর মামলায় ওই ১০ জনের ফাঁসি আদেশ দেন আদালত।

আদালতে সরকার পক্ষের কৌসুলি (পিপি) আবদুল মালেক জানান, তারা রায়ে সন্তুষ্ট। আদেশের পর দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে রংপুর কেন্দ্রীয় কারাগারেপাঠানো হয়েছে।

ঢাকা জার্নাল, জুন ৩০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.