গুম-খুনে জড়িতদের বিচার করা হবে

জুন ২৯, ২০১৬

Khaladaঢাকা জার্নাল: ভবিষ্যতে ‘গণতান্ত্রিক সরকার’ প্রতিষ্ঠিত হলে গুম-খুনের সঙ্গে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জালিম, খুনি, গুপ্তহত্যাকারী হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

বুধবার (২৯ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির বিগত সরকার বিরোধী আন্দোলনে খুন ও গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যসের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব বক্তব্যে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, বিএনপিকে ধ্বংস করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার ষড়যন্ত্র করছে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার শেষে আন্দোলনে ক্ষতিগ্রস্থ ৩৮টি পারিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেন খালেদা জিয়া।

ঢাকা জার্নাল, জুন ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.