ঈদে বিআরটিসি বাসের বিশেষ সার্ভিস ১ জুলাই থেকে

জুন ২৩, ২০১৬

brtcঢাকা জার্নাল: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করছে আগামী ১ জুলাই থেকে।

ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে বিআরটিসি’র ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলাগুলো থেকে অন্যান্য গন্তব্যে ৪০০টি বাস চলাচল করবে আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়ার সিবিএস-২) থেকে ২৬ জুন থেকে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে মোট ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসি’র www.brtc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা জার্নাল, জুন ২৩, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.