‘প্রকৌশলীর সন্তানকে চোরের সন্তান বলবে’

জুন ২৩, ২০১৬

Yeaface osmanঢাকা জার্নাল: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, অসৎভাবে অর্থ আয় করলে মানুষ প্রকৌশলীর সন্তানদের দেখিয়ে বলবে চোরের সন্তান যাচ্ছে। নিজের জন্য না হোক অন্তত সন্তানের জন্য সৎভাবে বাঁচতে হবে। সৎ থাকলে সমাজে সম্মান বাড়বে।

বৃহস্পতিবার (২৩ জুন) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রকৌশলীদের ওপর ভর করে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুর কাছে প্রকৌশলীরা দেশ গড়া ও সৎভাবে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ইয়াফেস ওসমান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকৌশলী এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বুয়েটের সাবেক ভিসি প্রকৌশলী নজরুল ইসলাম, সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চান, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ।

ঢাকা জার্নাল, জুন ২৩, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.