মোটরবাইক রেজিস্ট্রেশন করা যাবে রাস্তায়

জুন ২০, ২০১৬

ঢাকা জার্নাল : হয়রানি ও দীর্ঘসূত্রতা এড়াতে এবার রাস্তাতেই মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সুবিধা চালু করেছে বিআরটিএ।Motor Bayke
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস (২৩ জুন)’ উপলক্ষে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেবে বিআরটিএ। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। এই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটের পাশাপাশি বিআরটিএ কার্যালয়েও প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার মোটরসাইকেল স্পটে রেজিস্ট্রেশন করা হবে। আগ্রহীদের মোটরসাইকেল রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরসাইকেলসহ নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ করা হয়।

এক্ষেত্রে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেগুলো হলো:
১. মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র।
২. মালিকের তিন কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
৩. বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি (আমদানিকারক অথবা শো রুম মালিক কর্তৃক সত্যায়িত ফটোকপি)
৪. সেল সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র
৫. প্যাকিং লিস্ট, ডেলিভারি চালান ও গেট পাশ
৬. (ক) মূসক-১, (খ) মূসক-১১(ক) এবং (গ) ভ্যাট পরিশোধের চালান
৭. সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএর টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা
৮. রেজিস্ট্রেশন ফি জমাদানের রশিদ
৯. ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যেকোনো একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি ।
১০. ১২৫ ও তদূর্ধ্ব সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (অঙ্গিকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে।)

আবেদনপত্র ও বিস্তারিত তথ্য জানা যাবে সংযুক্ত করা ছবি দেখে এবং বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে।

আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন-

http://dhakajournal.com/wp-content/uploads/2016/06/Application-Paper.pdf

ঢাকা জার্নাল, ২০, জুন, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.