চিকিৎসাহীন দিন কাটছে মুত্তিযোদ্ধা জামালের

জুন ১৮, ২০১৬

Jamal uddinঢাকা জার্নাল : দেশ মাতাকে শত্রু মূক্ত করতে যে টগবগে যুবক হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র , স্বপ্ন দেখেছিলেন হানাদার মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার , প্রাণের মায়া তুচ্ছ করে শত্রুর বিরুদ্ধে দুর্বার সশস্ত্র যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলন দেশ মাতার স্বাধীনতা , এখন চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন সেই সাহসী বীর-মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ।

একজন  মুক্তিযোদ্ধা হিসেবে যার পাওয়ার কত্থা ছিল আমৃত্যু সম্মান। কিন্তু আজ তিনি জীবন যুদ্ধে বড্ড নিঃস্ব কেউ তাঁর পাশে নেই । নিয়তির নির্মম পরিহাসে আজ তিনি জীবন যুদ্ধে বিভিন্ন রোগাক্রান্ত এক অসহায়, দিশেহারা অভিমানী মানুষ। যার রয়েছে শধুই আত্ম- মর্যাদাবোধ আর অভিমান ।

চিকিৎসার জন্যে রাষ্ট্রীয় সাহায্য নেয়ার চেষ্টা লক্ষ্যে উনার কাছে তাঁর মুক্তিযোদ্বা-সনদ এর ফটোকপি চাইলে তা দিতে অস্বীকৃতি জানান এই মুক্তিযোদ্ধা । সনদ দেখিয়ে কোন দান নিতে ইচ্ছুক নন তিনি। 


এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন কিডনি সমস্যা, ডায়াবেটিক ও ক্যান্সার রোগে ভুগছেন । চিকিৎসার পেছনে সব সম্পত্তি শেষ হয়ে গেছে । এখন তিনি অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ব্যাংক একাউন্ট

হিসাবঃ জামাল উদ্দিন
হিসাব নঃ ০০০০১০০১২৮৬৬৩ ,রূপালি ব্যাংক, কালুরঘাট শাখা, চট্টগ্রাম।
যোগাযোগঃ ০১৬৩০৯৮৬৫০২
ব্যাক্তিগত বিকাশ নঃ ০১৭১ ২০১১৪৮৮

মুক্তিযোদ্ধার শুভানুধ্যায়ীরা বিত্তবানদের সহাযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন।

ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.