ডব্লিউটিও’র চুক্তিতে বাংলাদেশের অনুসমর্থন

জুন ১৩, ২০১৬

Pmoঢাকা জার্নাল: বাণিজ্য সহায়তা সংক্রান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এই চুক্তিতে অনুসমর্থন দেওয়ায় আমদানি ও রফতানি পণ্যের প্রবাহ ও চলাচল আরও ত্বরান্বিত হবে।

উন্নয়নশীল ও স্বল্পউন্নত দেশগুলোর বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে ট্রেড ফ্যাসিলিটেশনে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়া এবং বিভিন্ন দেশের শুল্ক কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোই এই চুক্তির উদ্দেশ্য।

১৯৯৫ সালে মরক্কোতে মারাকেশ চুক্তির মাধ্যমে ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়।

শফিউল আলম বলেন, ২০১৩ সালের ৩-৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বাণিজ্যের বিদ্যমান পদ্ধতি সহজীকরণের জন্য একটি খসড়া এগ্রিমেন্ট করা হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী সংস্থার দুই-তৃতীয়াংশ সদস্য এই চুক্তি অনুসমর্থন করলে চুক্তি কার্যকর হবে। এ পর্যন্ত ৮১টি রাষ্ট্র অনুসমর্থন করেছে।

ডব্লিউটিওর সদস্য ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮২তম অনুসমর্থনকারী রাষ্ট্র।

ঢাকা জার্নাল, জুন ১৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.