যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ফেসবুক চ্যাট

জুন ১৩, ২০১৬

USA_EMbassyঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ধারাবাহিক ফেসবুক চ্যাটের আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক  এ ফেসবুক চ্যাট শুরু হচ্ছে আগামী ১৪ জুন থেকে। ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ নেওয়া পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

রোববার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি মাসে ক’জন করে নির্বাচন বিশেষজ্ঞ একঘণ্টাব্যাপী এই ফেসবুক চ্যাটে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।

এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, ‘আমরা আনন্দিত যে- আমাদের প্রায় ত্রিশ লাখ ফেসবুক ফ্যান ও বাংলাদেশি গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানাতে পারবো।’

এই প্রথমবারের মতো ফেসবুক পেজের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সরাসরি চ্যাটের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

ঢাকা জার্নাল,  জুন ১৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.