ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে গুলি, নিহত বেড়ে ৫০

জুন ১২, ২০১৬

Floridaঢাকা জার্নাল : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। আর সেদেশের আরেক সংবাদ মাধ্যম বলছে, হামলার ঘটনায় আহত হয়েছেন ৫৩ জন। এ ক্লাবটির নাম ‘পালস ক্লাব’। এটি সমকামীদের ক্লাব বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার রাত দুইটার দিকে অতর্কিতে একজন বন্দুকধারী ক্লাবে আগত মানুষদের উপর গুলি চালানো শুরু করে। ক্লাবের ভেতরের দিকের মানুষজন সাথে সাথেই ফ্লোরে শুয়ে পড়ে আর পেছনের মানুষরা দ্রুত বহির্গমণ দরজা দিয়ে বের হয়ে যায়।

প্রায় তিনঘণ্টা পর পুলিশ ক্লাবটিতে ঢুকে বন্দুকধারীকে গুলি করে হত্যা করে আর জিম্মিদের উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। তবে এর সাথে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের যোগসাজশ আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

জিম্মি অবস্থা থেকে মুক্ত একজন প্রত্যক্ষদর্শী ক্লাবের সর্বত্র মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বলে জানিয়েছেন।

হামলার সময় ক্লাবটিতে অন্তত ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পালসের ফেসবুক পেইজে রিকার্ডো আলমোদোভার নামের ওই ব্যক্তি লিখেছেন, ‘নাচের ফ্লোরে এবং বারে থাকা লোকজন মেঝেতে শুয়ে পড়ে এবং আমাদের মধ্যে যারা বারের কাছে এবং পেছন দিকে ছিলাম এমন কয়েকজন পেছনের দরজা দিয়ে বের হয়ে আসতে পেরেছি, তারপর দৌঁড় দিয়েছি।’

শুক্রবার অরল্যান্ডোর এক কনসার্টে অপর এক গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পি ক্রিস্টিনা গ্রিমি নিহত হওয়ার দুই দিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

ঢাকা জার্নাল, জুন ১২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.