সরকার সাড়ে ৪ লাখ প্রিপেইড মিটার কিনবে

জুন ১২, ২০১৬

meter-ঢাকা জার্নাল: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য সাড়ে ৪ লাখ প্রিপেইড বৈদ্যুতিক মিটার ক্রয় করবে সরকার। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ জোনে দেড় লাখ করে মিটার ক্রয় প্রস্তাব (পৃথক) অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে মোট ব্যয় হবে ২২০ কোটি ২১ লাখ টাকা। মিটার সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠান হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি।

রোববার (১২ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের একথা জানান।

অতিরিক্ত সচিব জানান, আখাউড়া থেকে লাকসাম ডুয়েলগেজ ডাবল রেল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তরের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
যৌথভাবে এ কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে সিটিএম জেভি। ট্যাক্স-ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৯৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদার কোম্পানিকে দিতে হবে ৩ হাজার ৪৭৩ কোটি টাকা।

তিনি জানান, পায়রা গভীর সমুদ্রবন্দর পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের আওতায় ‘কাজল-তেতুঁলিয়া নদীপথ ড্রেজিং’ এবং ‘বেনাপোল ও বুড়িমারি স্থল বন্দর উন্নয়নে সাসেক সড়ক সংযোগ প্রকল্পে’র আওতায় বেনাপোল স্থলবন্দর উন্নয়নে (প্যাকেজ-০২) পৃথক দু’টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ৪ হাজার কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয় প্রস্তাব, পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫২ হাজার ৪৭৮টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লী এলাকায় অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিক সংযোগ ও গ্যাসলাইন স্থাপনসহ ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ৬ ইউনিট বিশিষ্ট ২০তলা আবাসিক ভবন (ভবন নং-১) নির্মাণের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের আওতায় ৮৫০ বর্গফুট আয়তনের ৬ ইউনিট বিশিষ্ট ২০তলা আবাসিক ভবন (ভবন নং-১ ও ২) নির্মাণে ঠিকাদার নিয়োগের আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, এছাড়া বৈঠকে তিনটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- ‘পানি ভবন নির্মাণ’ (১ম পর্যায়) প্রকল্পের প্রথম প্যাকেজের (৩য় তলা পর্যন্ত) প্রথম ভেরিয়েশন অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংক ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৯৩৪ মিটার শক্তিশালীকরণ (প্যাকেজ নং ডব্লিউ-০৪) কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর সাব-রিজিওনাল রেল ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অধীনে ‘কনসালট্যান্সি সার্ভিস ফর ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ডিটেইলড ডিজাইন ফর রিজিওন্যাল কো-অপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট’ (আরসিআইপি) সেবার প্রথম ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা জার্নাল, জুন ১২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.