বিনামূল্যে, বিনা বিদ্যুতে এসি, পথ দেখাল বাংলাদেশ

জুন ১০, ২০১৬

imageঢাকা জার্নাল : গরম কালে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরমে একটাই কথা ঘোরে মাথায়। কখন বাড়ি গিয়ে এসি চালিয়ে শান্তিতে বসব। অফিসে সারাদিন অফিস, ছুটির দিনে বেরোলেও শপিং মল ছাড়া কোথাও এই গরমে যাওয়া যায়? কিছু কিনি আর না কিনি, এসি তো আছে! ভাগ্যিস। এই স্ট্রেসফুল লাইফেও বাড়ি ফিরে শান্তিতে ঘুমটাতো হচ্ছে।

এ তো গেল আমাদের গল্প। এই গরমে পাখার হাওয়াটাও যাদের কপালে জোটে না তারা আমাদের ‘স্ট্রেসফুল লাইফ’ আর কী বুঝবে? মাঠে ঘাটে ঘেমে নেয়ে কাজ করে বাড়ি ফিরেও অর্ধেক দিন পাখা নেই। আগের রাতে ঝড় উঠে কেটে গিয়েছে বিদ্যুতের লাইন। হাতপাখার হাওয়ায় দু’দণ্ড জিরিয়ে নেওয়াটা তো আর কেউ ছিনিয়ে নিতে পারবেন না। এটুকুই তো শান্তি জীবনে।

সারা পৃথিবীর হাজার হাজার গ্রামের মতো এই ছবিটা বাংলাদেশের দৌলতাবাদেরও। কিন্তু তবু কী ভাবে আজ স্বপ্ন দেখাচ্ছে দৌলতাবাদ?

এই গ্রামেরই যুবক আশিস পাল তৈরি করেছেন ডিওয়াইই কুলার। যা দিয়ে ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কম রাখা যায়। বিদ্যুতের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিখরচায় এই কুলারের সৌজন্যেই এখন শান্তিতে ঘুমোচ্ছে ২৫,০০০ পরিবার। পোশাকি নাম ইকো কুলার। খবর আনন্দ বাজার পত্রিকার।

ঢাকা জার্নাল, জুন ১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.