ভারতে গোলাবারুদ ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ১৭

মে ৩১, ২০১৬

indiaঢাকা জার্নাল: ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

মঙ্গলবার (৩১ মে) দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার (৩০ মে) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নেভাতে শুরু করে। এ সময় তারা প্রধান আগুন নেভাতে সক্ষম হলেও দ্বিতীয় আগুন নেভাতে পারেননি তারা।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফাদনাভিস।

ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা জার্নাল, মে ৩১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.