সংসদ অধিবেশন বসছে ২১ এপ্রিল

এপ্রিল ৩, ২০১৩

perliament-sm420130403065519ঢাকা জার্নাল: নবম জাতীয় সংসদের ১৭ তম অধিবেশন বসছে ২১ এপ্রিল। ২০১৩ সালে এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। ২১ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় এ অধিবেশন শুরু হবে।

বুধবার সরকারী তথ্সংয বিবরনীতে এ খবর জানানো হয়েছে।

তথ্বিয বিবরনীতে বলা হয়, সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট।

উল্লেখ্য, গত ৬ মার্চ সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে‌ই পরবর্তী অধিবেশন বসতে হবে।

এছাড়া এ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে আগামী ১৮ জুনের মধ্যে।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৩, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.