ভারতীয় গণমাধ্যমের চোখে বিপজ্জনক মুস্তাফিজ

মে ২৯, ২০১৬

mustaঢাকা জার্নাল:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বড় পারফরমার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তিনি দারুণ ভাবে প্রমান করেছেন নিজেকে।

আর তাই বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যমও। কেন বিপজ্জনক কাটার মাস্টার? – এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর ভারতীয় গণমাধ্যম এর পেছনে দেখিয়েছে বেশ কয়েকাট কারণ…

চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো…

  • মুস্তাফিজ ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। একই সাথে, অ্যাকশন না পাল্টে গতির হেরফের করতে পারেন।
  • স্লোয়ার দেওয়ার সময় শেষ মুহূর্তে শুধু কবজির মোচড়ে বলের গতি অনেকটা কমিয়ে দেন। ফলে অনেক ক্ষেত্রেই চোখে সরিষার ফুল দেখেন ব্যাটসম্যানরা।
  • শেষ কয়েক ওভারের জন্য নিখঁত ইয়র্কার রয়েছে মুস্তাফিজুরের হাতে। সেটা সামলাতে আন্দ্রে রাসেল পিচের উপরেই ধরাশায়ী হয়েছেন; অন্যান্য নামি-দামি ব্যাটসম্যানরাও পড়েছেন সমস্যায়।
  • বাংলাদেশের হয়েও যথেষ্ট সাফল্য পেয়েছিলেন মুস্তাফিজুর। কিন্তু আইপিএলে ধারাবাহিকভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভাল বল করে উইকেট তুলছেন।
  • রবি শাস্ত্রীর পর্যন্ত ধারাভাষ্য দিতে গিয়ে স্বীকার করেছেন, নিজের বয়সের অনুপাতের বোলার হিসেবে মুস্তাফিজুর অনেক পরিণত।
  • নিজের যা ক্ষমতা, সেই আউটসুইংকে দিনে দিনে আরও নিখুঁত করে তুলেছেন মুস্তাফিজুর।
  • বিশেষজ্ঞদের পরামর্শ, ইনসুইংটা আরও ভালভাবে রপ্ত করতে পারলেই মুস্তাফিজুরকে খেলতে গিয়ে ব্যাটসম্যানরা আরও সমস্যায় পড়বেন।ঢাকা জার্নাল, মে ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.