ব্যাংকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

মে ২৯, ২০১৬

Jhenidah-taka-lutঢাকা জার্নাল: ঝিনাইদহ শহরে পূবালী ব্যাংকের সিঁড়িতে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে পূবালী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার একটি চেক ছিনিয়ে নেওয়া হয়। ফারুক শহরের রেজাউল ইসলাম ফিলিং স্টেশনের ম্যানেজার ও হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে ফারুক হোসেন প্রতিষ্ঠানের ১০ লাখ ৮ হাজার টাকা ও ৪ লাখ টাকার একটি চেক নিয়ে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি ব্যাংকের সিঁড়িতে উঠলে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

ঢাকা জার্নাল, মে ২৯, ২০১৬।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.