সিম নিবন্ধনের জন্য আর কোনো সময় বাড়ছে না

মে ২৯, ২০১৬

taranaঢাকা জার্নাল: আগামী ৩১ মে এর পর সিম নিবন্ধনের জন্য আর কোনো সময় দেওয়া হবে না। এ সময়ের পর কোনো সিম অনিবন্ধিত থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।

রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।

তিনি জানান, এ পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে। সিম নিবন্ধনের সংখ্যায় সরকার সন্তুষ্ট।

প্রতিমন্ত্রী আরো জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি সেবা কোড খুলেছে, যার নম্বর ১৬১০৩। যে কেউ চাইলেই এ নম্বরে যোগাযোগ করে সিম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কে তথ্য জানতে পারবে।

ঢাকা জার্নাল, মে ২৯ ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.