সোনার বাংলা টু অরুণাভা

এপ্রিল ৩, ২০১৩
images115ঢাকা জার্নাল: ঢাকা: জাপানের আন্তর্জাতিক মেলা  ‘সেতোচি ইন্টারন্যাশনাল আর্ট টার্নিয়েলে ২০১১৩’ অংশ নিচ্ছে বাংলাদেশ। বসন্ত, গ্রীস্ম ও শরৎ তিনিটি ভিন্ন ঋতুতে আন্তর্জাতিক এই উৎসব চলবে তিন পর্বে।
আগামী ২০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই মেলার গ্রীস্মকালীন পর্বে ‘বাংলাদেশ প্রজেক্ট’ অংশ নেবে।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদফরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য দেন।
বাংলাদেশ প্রজেক্ট ‘সোনার বাংলা টু অরুণাভা’ প্রতিপদ্যকে সামনে রেখে উৎসবে (সেতো) চিত্রকর্ম প্রদর্শনী, স্টল পরিচালনা এবং সাংস্কৃতিক কার্যক্রম চালাবে।
চিত্রকর্ম প্রদর্শনীর জন্য আর্ট ক্যাম্প ছাড়াও স্টল ও সাংস্কৃতিক কায়ক্রম পরিচালনা করবে বাংলাদেশ প্রজেক্ট।
স্টলে থাকবে বাংলাদেশের জামাদনী শাড়ি, শীতলপাটি, মাটির তৈজসপত্র, নক্সিকাঁথা, রিক্সা পেইনটিং, সিনেমা ব্যানার পেইনটিংসহ বিভিন্ন শিল্পকর্ম।
সাংস্কৃতিক কার্যক্রমে থাকছে, বাউল গান, লালন সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, ফোক সংগীত, শাস্ত্রীয় সংগীত, দেশীয় নৃত্য, মনিপুরী নৃত্য, লাঠি খেলা, যাত্রপালাসহ নানা বিষয়।
ঢাকা জার্নাল, এপ্রিল ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.