যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত

মে ২৯, ২০১৬

planঢাকা জার্নাল : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী এলাকার হাডসন নদীতে আরোহীসহ ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনটির পাইলট নিহত হয়েছেন। তবে প্লেনটিতে কতজন আরোহী ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে প্রায় দুই মাইল দূরে ‘পি ৪৭’ নামে প্লেনটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিধ্বস্ত প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার।

এ ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির মেরিন ইউনিটগুলো।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে পানিতে ভাসতে দেখার বিষয়টি স্থানীয় এক পুলিশ কর্মকর্তা স্বীকার করলেও কিছুক্ষণ পর তা অস্বীকার করেন। অবশ্য এর কিছুক্ষণ পরেই পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা জার্নাল, মে ২৮, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.