শাহজালালে ৮৪ সোনার বারসহ আটক ১

মে ২৮, ২০১৬

Goldঢাকা জার্নাল: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শনিবার ভোরে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত ব্যক্তির নাম আবুল হোসেইন (৩০)। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

তারেক মাহমুদ আরো জানান, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ নম্বর ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন আবুল হোসেইন। সন্দেহ হলে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা দুটি প্যাকেট থেকে সোনার বারগুলো জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

জব্দকৃত সোনার বারগুলোর মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানান তারেক মাহমুদ।

ঢাকা জার্নাল, মে ২৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.