শ্রীলংকার বন্যা দুর্গতদের সাহায্যে ওষুধ পাঠাচেছ বাংলাদেশ

মে ২৬, ২০১৬

bangladesh--srilankaঢাকা জার্নাল: শ্রীলংকার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুর্গতদের সাহায্যে বাংলাদেশ থেকে ওষুধ পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী  জানান, শুক্রবার (২৭ মে) ওষুধের প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।

তিনি আরো জানান,ঔষধ প্রশাসন অধিদপ্তর, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ ঔষধ শিল্প মালিক সমিতির সহায়তায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও পেটের পীড়ার ওষুধসহ বন্যাজনিত বিভিন্ন রোগের প্রতিষেধক সাহায্য হিসাবে পাঠানো হচ্ছে।

ঢাকা জার্নাল, মে ২৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.