উত্তর কোরিয়ার হুঙ্কার!

এপ্রিল ৩, ২০১৩

north-koreaঢাকা জার্নাল: বেশ কিছুদিন ধরে যা চলছে তাকে যুদ্ধ-যুদ্ধ খেলা বললে খুব একটা ভুল হবেনা৷ তবে এবার উত্তর কোরিয়ার হুমকিতে জেগেছে সত্যিকারের যু্দ্ধ শুরুর আশঙ্কা৷ কারণ একই৷ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সেই যৌথ সামরিক মহড়া৷

প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আর তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ওপর গত কিছুদিনে কয়েক দফাই হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া৷ তবে বিশ্বের শান্তিপ্রিয় প্রতিটি মানুষের জন্য স্বস্তিদায়ক খবর হলো, যু্দ্ধ শুরু হয়নি৷ এক পর্যায়ে জাপানেও হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া৷

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কারণে আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে দীর্ঘদিন ধরে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার আওয়তাভুক্ত দেশটি৷ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে যুদ্ধের পাঁয়তারা বলেই মনে করে তারা৷ এ কথাও নতুন নয়৷ উত্তর কোরিয়ার হুমকির জবাবে যুদ্ধ শুরু হলে দাঁতভাঙা জবাবের পাল্টা হুমকিও বরাবরের মতো এবারও এসেছে যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার তরফ থেকে৷

এবার উত্তর কোরিয়ার বক্তব্য অবশ্য আগের চেয়েও ঝাঁঝালো৷ কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের আগের চেয়েও ব্যাপক সামরিক মহড়া দেখে জানিয়েছে, দেশে এখন ‘যুদ্ধ পরিস্থিতি’ চলছে, যার অর্থ যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে তারা৷ বেশ কিছু দূরপাল্লায় বোমা নিক্ষেপে সক্ষম যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের ঘোরাফেরা দেখার পর এমন প্রতিক্রিয়াকে খুব অস্বাভাবিক বলাও কঠিন৷

সম্প্রতি ১৯৫৩ সালে দক্ষিণ ও উত্তর কোরিয়ার স্বাক্ষর করা শান্তি চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই উত্তর কোরিয়া জানিয়ে দেয় এমন চুক্তিতে তারা আর থাকবে না৷ এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার হুমকি-পাল্টা হুমকি আরো খারাপ দিকে মোড় নেয় কিনা৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.