ঢাকা পানি সরবরাহ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

মে ২৪, ২০১৬

PMঢাকা জার্নাল: ঢাকায় পানি সরবরাহে ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তিবাসীসহ সব নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা হবে। এছাড়াও ঢাকা শহরের রাস্তা না কেটেই উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ব্যবহার করা হবে।

মঙ্গলবার (২৪ মে) নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা জার্নাল, মে ২৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.