সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা

মে ২০, ২০১৬

Shipঢাকা জার্নাল: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রেক্ষিতে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্ক সংকেত বাড়ানোর পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে সকল ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২০ মে) দুপুরের পর থেকে মাওয়া রুটে সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর পরপরই সারা দেশে অভ্যন্তরীণ নৌ-চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএ-র বন্দর কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, পদ্মা উত্তাল ও আবহাওয়া খারাপ থাকায় শুক্রবার দুপুর ২টা থেকে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় উভয় পার থেকে লঞ্চসহ সি-বোট ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এর কিছু পরে সারা দেশের সকল রুটের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ঢাকা জার্নাল, মে ২০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.