সিরাজগঞ্জে ৮৭ জন ‘অ্যানথ্রাক্স’ রোগী শনাক্ত

মে ১৭, ২০১৬

Shirajgongঢাকা জার্নাল : সিরাজগঞ্জের তিন উপজেলায় ৮৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন শহিদ মো. সাদেকুল ইসলাম বলেন, সোমবার বিকাল পর্যন্ত উল্লাপাড়ায় ৪০ জন, কামারখন্দ উপজেলায় ২৯ জন এবং শাহজাদপুরে ১৮ জনকে শনাক্ত করা হয়।

তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্য কেউ আক্রান্ত হয়েছে কি না তা শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় বলেন, কয়ড়া সরাতলা গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত পাঁচটি গরু জবাই করে মাংস কাটা, পরিষ্কার ও খাওয়ার কারণে একই গ্রামের ৪০ জন নারী-পুরুষ ও শিশু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল আক্রান্তদের শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বলে তিনি জানান।

ওই গ্রামে গত কয়েক দিনে ১৮টি গরু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে বলেও তিনি জানান।

ঢাকা জার্নাল, মে ১৭, ২০১১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.