শ্রমিকনেতা লাকীকে গভীর রাতে তুলে নিয়ে গেছে পুলিশ

মে ১৬, ২০১৬

Luckyঢাকা জার্নাল : রোববার (১৫ মে) গভীর রাতে গাজীপুরের জেলার শ্রমিকনেতা লাকী আক্তার কে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাসা থেকে তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ।

রোববার (১৫ মে) দিবাগত রাতে আনুমানিক ১ টার সময় মাইক্রোবাস যোগে জয়দেবপুর থানা পুলিশ পরিচয় দেয়া লোকেরা তার নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।

লাকী আক্তার গাজীপুরের বেআইনিভাবে বন্ধ করা ভিউ ফ্যাশন লিঃ কারখানার চলমান শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। কারখান খুলে দেয়ার দাবিতে সোমবার (১৬ মে) সকাল ১১টায় রাজধানীর কারওান বাজারে অবস্থিত কল-কারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচী ছিল।

বিবৃতিতে শ্রমিক নেতা লাকী আক্তারকে গ্রেপ্তার কিংবা আটক এর দায়িত্ব অবিলম্বে স্বীকার করে, তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। একই সাথে মালিক পক্ষের তাবেদার সরকার কর্তৃক শ্রমিক আন্দোলনে চলমান দমন-পীড়ন ও সকল স্বৈরাচারী জুলুম বন্ধের দাবি জানানো হয়।

Lucky 2পূর্ব ঘোষিত সকাল ১১টার ঘেরাও কর্মসূচীর সাথে শ্রমিকনেতা লাকী আক্তারের অপহরণের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
– প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা জার্নাল, মে ১৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.