এখানে ময়লা ফেলা নিষেধ

মে ১৩, ২০১৬

Dast-0220160513161152ঢাকা জার্নাল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে রাখা হয়েছে সুদৃশ্য ডাস্টবিন। যত্রতত্র ময়লা ফেলা, দুর্গন্ধ এড়ানো ও শহরকে পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ। পাঁচিলে সচেতনতার জন্য লাল কালিতে লেখা ‘এখানে ময়লা ফেলা নিষেধ’।

এ পর্যন্ত সব ঠিকই ছিলো। কিন্তু সব উদ্যোগ বিফল মনে হবে পাশে চোখ গেলেই। দেয়ালে লেখা ‘এখানে ময়লা ফেলা নিষেধ’। অথচ নিচে ঠিক পাশেই আবর্জনার স্তূপ। ডাস্টবিনটি পাশেই পড়ে আছে খালি। ব্যবহার নেই। অথচ একটু সচেতন হলেই এসব নোংরা পরিবেশ এড়িয়ে চলা যায়।

প্রতিদিন অসংখ্য মানুষ রাজধানীর দক্ষিণ গোড়ানের এই রাস্তায় চলাচল করেন। আশপাশে রয়েছে বিভিন্ন দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু স্থানটি পরিচ্ছন্ন রাখতে নেই কারও মাথা ব্যথা।

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। কিন্তু কে রাখে কার অনুরোধ?

আমরা সাধারণ মানুষ যতদিন একটু সচেতন না হবো, ততদিন শত উদ্যোগও বদলাতে পারবে না প্রিয় এ শহরকে।

শুক্রবার (১৩ মে) রাস্তাটির পাশ দিয়ে যাওয়ার সময় এ অবস্থা ধরা পড়েছে বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমন শেখের ক্যামেরায়।

ঢাকা জার্নাল, মে ১৩, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.