টেকনাফে আনসার কমান্ডার খুন, অস্ত্র ও গুলি লুট

মে ১৩, ২০১৬

coxs_bazarঢাকা জার্নাল: কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে ডাকাতরা হামলা চালিয়েছে। এতে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। লুট হয়েছে আনসারদের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি।

শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মোহাম্মদ আলমগীর জানান, শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকের সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় এতে ডাকাতদের গুলিতে আনসার কমান্ডার আলী হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাত দল হামলার সময় আনসার সদস্যদের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে গেছে।

নিহত আনসার কমান্ডার আলী হোসেন টাঙ্গাইল জেলার সফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

আনসার সদস্যের লাশ ক্যাম্পের হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

ঢাকা জার্নাল, ১৩ মে, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.