এবারো মেয়েরা এগিয়ে

মে ১১, ২০১৬

SSC Girlsঢাকা জার্নাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। ছাত্রী পাসের হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। গতবছরও পাসের হারে মেয়েরা এগিয়ে ছিল।

একটা সময় ছেলেদের ফলাফল মেয়েদের তুলনায় ভালো হতো। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী। পাস করেছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা মেয়েদের চেয়ে মাত্র ৩৭ হাজার বেশি।

মোট শিক্ষার্থীর মধ্যে ছেলের সংখ্যা ছিল ৮ লাখ ৪১ হাজার ৪৭ জন। পাস করেছে ৭ লাখ ৪১ হাজার ৭৯৭ জন। ছাত্রীর সংখ্যা ছিল ৮ লাখ ৪ হাজার ১৫৪ জন। পাস করেছে ৭ লাখ ১০ হাজার ৮০৮ জন।

ঢাকা জার্নাল, মে ১১,২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.