রাবির আরো এক শিক্ষককে হত্যার হুমকি

মে ৮, ২০১৬

RUঢাকা জার্নাল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার রেশ কাটতে না কাটতে এবার এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন শিক্ষক মাহবুব আলম প্রদীপ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

রোববার (মে ০৮) বেলা পৌনে ৩টায় তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাহবুব আলম বলেন, ‘অজ্ঞাতনামা +৮১৭৭৪৭৯ নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসলে রিসিভ করে হ্যালো বলার পর ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর। এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে ৪৫ সেকেন্ড পর ফোন কেটে দেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘সন্ধ্যার দিকে থানায় এসে উনি জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ অন্তত ৪০ জন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাজশাহীর ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠায় ইসলামি লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন।

ঢাকা জার্নাল, মে ০৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.