নির্বাচনী সহিংসতা : গুলিতে নিহত ২

মে ৭, ২০১৬

rajshahi_mapঢাকা জার্নাল: রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত এবং ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ। এর ফলে দুইজন মারা গেছে বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে।

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে বুলু (৩৫) এবং সিদ্দিকুর রহমান (৩০)। এরা ঘটনাস্থলেই মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে আরো দুইজনের নিহত হওয়ার গুজব শোনা গেলেও তা কেউ নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় সূত্রগুলো জানান, শনিবার বেলা ১১টার দিকে আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদের লোকজন হাট গাঙ্গোপাড়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) প্রার্থী শহিদুজ্জামান শহিদের বাড়িতে হামলা চালায়।

এ সময় শহিদের লোকজন হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। দিনভর থেমে থেমে চলে এ সংঘর্ষ। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২০ জন আহত হন।

বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে। এতে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে উজ্জল (২৫) এবং মোসলেম (৩০) কে সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা জার্নাল, মে ০৭, ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.