মিয়ানমারে স্কুলে ‍অগ্নিকাণ্ড, নিহত ১৩

এপ্রিল ২, ২০১৩

myanmar-sm20130401213011ঢাকা জার্নাল: মিয়ানমারের রেঙ্গুনে একটি মুসলিম স্কুলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে স্কুলটির অধিকাংশ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো নাশকতা নয় বলে পুলিশ জানায়। নিহতদের অধিকাংশই আগুনে পুড়ে বা ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যায় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর বেরোয়।

থেট লুইন নামে এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, রেঙ্গুনের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত দ্বিতল ভবনটি স্থানীয় একটি মসজিদের অংশ। ভবনটিতে ৭৫ জন এতিম শিশু বসবাস করতো বলে তিনি জানান।

নিহতদের মধ্যে ঠিক কতোজন শিশু রয়েছে সে বিষয়ে পুলিশ কর্মকর্তা সঠিক কোন তথ্য দিতে পারেননি।

হাই ভোল্টেজের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

অগ্নিকাণ্ডে ভবনটি বেশ ভালোভাবেই পুড়ে গেছে বলে সংবাদ মাধ্যম জানায়। অগ্নিকাণ্ডের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভবনটির দরজা খুলে শিশুদের উদ্ধার করে।

উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে মুসলিম এবং বৌদ্ধদের মধ্যে সংঘাত বিরাজ করার মুর্হূতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গত ২০ মার্চ থেকে সংঘাতে দেশটিতে অন্তত ৪০ জন নিহত হন।

ঢাকা জার্নাল, এপ্রিল ০২, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.