হরতাল: বিএনপি’র নেতাদের হুকুমের আসামী করে ব্যবস্থা

এপ্রিল ২, ২০১৩

17ঢাকা জার্নাল: বিএনপি’র নেতাদের হুকুমের আসামী করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

মঙ্গলবার সচিবালয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা শান্তিপূর্ণ কর্মসূচীর নামে হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশপাশি যারা এ ধনের কর্মকান্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন তাদের হুকুমের আসামী করে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকেও আসামী করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।’

সারা দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে দাবি করে মন্ত্রী বলেন. ‘এখন পর্যন্ত সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে রয়েছে। তবে আমরা খবর পেয়েছি কুমিল্লায় রেল লাইনের ফিশ প্লেট তুলে ফেলায় সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই আবার তা স্বাভাকি হয়ে আসবে।’

এদিকে ধর্মীয় অনুবূতিতে আঘাতের দায়ে এখ নপর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতদ করবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। পাশপাশি যারা ধর্মের নামে   নেরাজ্য সুষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।’

ইতোমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দুটি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেন জানান মন্ত্রী।
এন্ত্রী আরো বলেন, ‘হেফাজতে ইসলামের অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যেই পাঠ্য পুস্ককে থাকা ধর্মীয় অবমাননাকর শব্দগুলো সংশোধিত করা হয়েছে। এর পাশাপাশি টেক্সটবুক চেয়ার ম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। বই ছাপার সময় তৎপর থকলে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মন্তব্য বরেন মন্ত্রী।’

এছাড়াও হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ কর্মসূচী শান্তিপূর্ণ হলে সরকারের বাধা দেওয়ার কোনো অভিপ্রায় নেই বলে জানান মহীউদ্দীন খান আলমগীর।’

ঢাকা জার্নাল, এপ্রিল ২, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.