আজ মাঠে নামছে সাকিবের কলকাতা

এপ্রিল ১০, ২০১৬

IPLঢাকা জার্নাল: আইপিএলের নবম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।

কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখাবে সেট ম্যাক্স, সনি ইএসপিএন, সনি সিক্স চ্যানেল।

কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় সুখবর হচ্ছে, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে দলের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিনের ওপর থেকে বোলিংয়ের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে আজ তার খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। কদিন আগে বাবা হারানোর শোকটা এখনো কাটিয়ে উঠতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার।

আজ নারিন না থাকলে তার জায়গায় দেখা যেতে পারে এবারের আইপিএলের সবচেয়ে ‘বুড়ো’ ক্রিকেটার ব্র্যাড হগকে। ৪৫ বছর বয়সি অস্ট্রেলিয়ান স্পিনার সাকিবের সঙ্গে কলকাতার স্পিন আক্রমণ সামালাবেন। পেস আক্রমণে থাকছেন উমেশ যাদব, মরনে মরকেলরা।

ব্যাট হাতে ঝড় তুলতে আছেন আন্দ্রে রাসেল, ইউসুফ পাঠান। সাকিব তো আছেনই। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রবিন উথাপ্পা।

অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলস দলটাও বেশ শক্তিশালী। অভিজ্ঞ জহির খানের নেতৃত্বে দলটিকে খেলছেন কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহিরের মতো খেলোয়াড়রা।

আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা এনে দেওয়া কার্লোস ব্রাফেটও। এ ছাড়া থাকছেন সঞ্জু স্যামসন, পাওয়ান নেগি, অমিত মিশ্রর মতো দেশি খেলোয়াড়রা।

এবারের আসরে দুই দলেরই এটা প্রথম ম্যাচ। আগের দিন উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে টুর্নামেন্টের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।

ঢাকা জার্নাল, এপ্রিল১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.