ঢাকা-রাজশাহী রুটে উড়লো নভোএয়ারের ফ্লাইট

এপ্রিল ১, ২০১৬

novo airঢাকা জার্নাল: এবার ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট চালু করলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এখন থেকে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার পাশাপাশি সপ্তাহে তিনদিন অভ্যন্তরীণ এ রুটে ফ্লাইট চালাবে নভোএয়ার।

শুক্রবার (০১ এপ্রিল)  দুপুরে ঢাকা থেকে ৬৮ জন যাত্রী নিয়ে রাজশাহীর শাহ মখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করে নভোএয়ারের প্রথম ফ্লাইট।

পরে সেখান থেকে আরও ৬৮ যাত্রী নিয়ে ঢাকার উদেশে রাজশাহী ছেড়ে যায় প্লেনটি।

বিমানবন্দরে কেক কেটে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইটটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান, শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার (ব্যবস্থাপক) সেতাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ সোম, বুধ ও শুক্রবার নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের প্লেনটি ঢাকা-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করবে। এ রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।

তবে প্লেন চালুর প্রথম এক মাস একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

ঢাকা জার্নাল, এপ্রিল ০১, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.