নারীদের নিরাপত্তায় স্কোয়াড করবে গণজাগরণ মঞ্চ

মার্চ ৩০, ২০১৬

Imranঢাকা জার্নাল: ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানী ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। নববর্ষে নারীদের নিরাপত্তায় যৌন নিপীড়ন প্রতিরোধ স্কোয়াড গঠন করবে সংগঠনটি।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গণজাগরণ মঞ্চের মুখমাত্র ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, ‘তনুকে ধর্ষণ ও খুনের দশ দিন অতিবাহিত হচ্ছে। এই দশ দিন রাষ্ট্রের ব্যর্থতার দশ দিন। নির্মম এই হত্যাকা-ের পর থেকে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে উঠছেন, রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসন সেখানে আশ্চর্যজনক নির্লিপ্ত ও নিস্পৃহ আচরণ করছে। শুরু থেকেই এ নির্মম ধর্ষণ ও হত্যাকা-ের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুর ১২টা-১টা পর্যন্ত এক ঘণ্টা ক্লাসবর্জন করে তনুর ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের আহ্বান করলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করেছে। তবে এই সময় এসে মনে হচ্ছে, আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

গণজাগরণ মঞ্চের এই সংগঠক আরো বলেন, ‘চার দফা দাবি আদায়ে ‘‘খুন, ধর্ষণ, নিপীড়ন, রুখবে বাংলার জনগণ” শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যত বাধা-বিপত্তি আসুক না কেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।  চার দফা দাবির স্বপক্ষে আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পেশ করা হবে। সারাদেশে রোডমার্চ করা হবে। এ ছাড়া আগামী ১ এপ্রিল, শুক্রবার সারাদেশে তনু হত্যার বিচারের দাবিতে নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ছাত্রজনতার সম্মিলনে “যৌন নিপীড়ন প্রতিরোধ স্কোয়াড” গঠন করা হবে। এই স্কোয়াড নববর্ষের উৎসবে নারীদের নিরাপত্তা দেবে।’

নারীদের উদ্দেশে ইমরান এইচ সরকার বলেন, ‘নারীদের মা-বোনের সাথে তুলনা করে প্রকারান্তরে করুণার চোখে দেখা চলবে না। আমাদের সবাইকে বুঝতে হবে, তারাও এই দেশের সম্মানিত নাগরিক। এই দেশে নিশ্চিন্তে নিরাপদে বসবাস ও চলাফেরার অধিকার তাদের আছে।’

ঢাকা জার্নাল, মার্চ৩০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.