নওগাঁয় টর্নেডোতে আহতদের চিকিৎসায় তিনটি মেডিক্যাল টিম

মার্চ ৩১, ২০১৩

noga (1)ঢাকা জার্নাল: নওগাঁয় টর্নেডোতে আহতদের চিকিৎসা জন্য তিনি বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে সরকার।

শনিবার বিকেলে নওগাঁর পত্নীতলায় টর্নেডোর আঘাতে আহতদের চিকিৎসা-সেবা দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক নির্দেশ দিলে তিনটি মেডিক্যাল টিম গঠন করা হয়।

এর মধ্যে দু’টি চিকিৎসক দল পত্নীতলা থানা কমপ্লেক্স থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে অস্থায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে আহতদের চিকিৎসা করা হচ্ছে।

আর চার সদস্যের আরো একটি টিম পত্নীতলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছে।
ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি ও রক্ত থানা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত করা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য মন্ত্রী চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্থদের চিকিৎসা নিশ্চিত করার পাশপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেবে সরকার।

শনিবার রাতে সরকারী তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

ঢাকা জার্নাল, ৩০ মার্চ, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.